Please Like, Comment and Share this website... THANK YOU!
About Habibullah Bahar University College. হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কে।
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ এটি ১৯৬৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে।
অবস্থান
শান্তিনগর মোড়ে অবস্থিত কর্ণফুলি গার্ডেন সিটির উত্তর পাশে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ অবস্থিত।
ঠিকানা
শান্তিনগর, ঢাকা
ফোন নম্বর: ৮৩১৪১১৯, ৯৩৫৮২৭৮
ওয়েবসাইট- www.hbc.edu.bd
কলেজ প্রাঙ্গণ
- কলেজের জন্য ৬টি ভবন রয়েছে।
- রুমের সংখ্যা ২৫০ টি।
- ভবনগুলোতে লিফটের ব্যবস্থা আছে ।
- এখানে থাকার কোন হল নেই।
Also Read Some Post:-
1. How to earn money by personal website.
2. Robi Free Internet Offer
3. How to Get freelancing work
1. How to earn money by personal website.
2. Robi Free Internet Offer
3. How to Get freelancing work
কোর্স সমূহ
কোর্সের নাম
|
মেয়াদ
|
এইচ.এস.সি |
২ বছর
|
ডিগ্রী (পাস) |
৩ বছর
|
অনার্স |
৪ বছর
|
মাষ্টার্স |
১ বছর
|
ভর্তির কোটা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ
সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এই কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল ইউনিভার্সিটির কোট পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তির যোগ্যতা
ভর্তি শ্রেণী
|
প্রাপ্ত জিপিএ
|
মোট আসন
|
এইচ.এস.সি
|
৩.০০
|
৮৭৫ টি
|
ডিগ্রী (পাস)
|
৬.০০
|
৪৫০ টি
|
অনার্স
|
৬.০০
|
৯০০ টি
|
মাষ্টার্স
|
অনার্স পাস
|
১১৯০ টি
|
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তির প্রক্রিয়া
- ভর্তির জন্য Online এ আবেদন করতে হবে।ফরম এখানেই জমা দিতে হয়।
- এইচ.এস.সি - ১০০ টাকা
- ডিগ্রী ও অনার্স - ২৫০ টাকা
- মাষ্টার্স- ৩০০ টাকা
ফলাফল
ফলাফল কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। মেরিট লিষ্ট প্রকাশের দিন থেকে ৭ দিনের মধ্যে ভর্তি হতে হয়। ৭ দিন পর অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির জন্য কলেজ অফিসে যোগাযোগ করতে হয়। ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হয়
- ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
- কোর্স ভেদে সকল পাবলিক পরীক্ষার সার্টিফিকেট বা মার্কসীটের সত্যায়িত ফটোকপি
- বিদ্যালয় কর্তৃক প্রদানকৃত প্রশংসা পত্র
- ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তি ফি
- এইচ.এস.সি শ্রেণীর ক্ষেত্রে ৪,০০০ টাকা
- অনার্স / ডিগ্রী শ্রেণীর ক্ষেত্রে ৬,০০০ টাকা
- মাষ্টার্স শ্রেণীর ক্ষেত্রে ৮,০০০ টাকা
Read More Post...
কোর্সের খরচ
কোর্সের ফি কলেজ অফিসের একাউন্টস বিভাগে পরিশোধ করতে হয়।
কোর্সের নাম
|
মোট খরচ
|
এইচ.এস.সি
|
২০,০০০ টাকা
|
ডিগ্রী (পাস)
|
৪০,০০০ টাকা
|
অনার্স
|
৮০,০০০ টাকা
|
মাষ্টার্স
|
২৫,০০০ টাকা
|
শিক্ষক বৃন্দ
- এখানে কত জন শিক্ষক রয়েছেন তা ঠিক জানা যায় নি।
- আমাদের ধারনা সকলেই স্থায়ী শিক্ষক রয়েছেন।
- প্রফেসার পদমর্যাদার শিক্ষক রয়েছেন ৫ জন।
ক্লাশ রুম
- ক্লাস সমূহে বসার জন্য বেঞ্চ রয়েছে।
- টেবিল ও বেঞ্চগুলো কাঠের তৈরী
- ক্লাসের ভিতরে মাল্টিমিডিয়া এবং শীতাতপের কোন ব্যবস্থা নেই।
- এক রুমে এক সাথে ৫০ জন ক্লাস করত পারে।
- পরীক্ষা নেওয়ার জন্য আলাদা কক্ষ নেই।
ক্লাশের সময়সূচী
- কলেজের ক্লাসগুলো শুরু হয় সকাল ৯ টায় এবং শেষ হয় দুপুর ২ টায়
- প্রত্যেক ক্লাশের ব্যপ্তি ৪৫ মিনিট।
- সাপ্তাহিক বন্ধ প্রতি শুক্রবার।
লাইব্রেরী
- দ্বিতীয় বিল্ডিং এর ৩য় তলায় লাইব্রেরী অবস্থিত।
- এখানে পাঠ্যসূচীর সকল বই এবং জার্নাল রয়েছে। এখানে প্রায় ১০০০ বই রয়েছে।
- বসার জন্য কাঠের তৈরী সাধারন চেয়ার ও টেবিল রয়েছে।
- লাইব্রেরী থেকে বই সংগ্রহের জন্য লাইব্রেরী কার্ড ব্যবহার করতে হয়।
ল্যাব
- কম্পিউটার ল্যাব (সকল শিক্ষার্থীদের জন্য)
- বিজ্ঞান ল্যাব (শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য)
ড্রেস কোড
- এখানে ড্রেস কোড নেই
ক্রেডিট ট্রান্সফার
- এই কলেজ থেকে ক্রেডিটা ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র প্রদান করা হয়ে থাকে
- বিদেশী শিক্ষার্থী ভর্তি করানোর সময় বাংলাদেশ সরকার, শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত কাগজপত্র এবং পাসপোট জমা নেওয়া হয়ে থাকে।
সহশিক্ষা কার্যক্রম
- বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস পালন।
- সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
- ফুটবল, ক্রিকেট এবং এথলেটিক্সের জন্য একটি মাঠ রয়েছে।
- শিক্ষা সংশ্লিষ্ট ও রাজনৈতিক বিষয়ক সেমিনার আয়োজন করা হয়ে থাকে।
ক্যান্টিন
কলেজে ক্যান্টিন রয়েছে। এটি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত। এখানে শুধু হালকা নাস্তা পাওয়া যায়। এটি সকাল ১0.৩০ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকে। এখানে নিম্নলিখিত খাবার পণ্য পাওয়া যায়-
- সিঙ্গারা - ৫ টাকা
- সামুচা - ৫ টাকা
- বিস্কিট - ৪ টাকা
- বুট - ৫ টাকা
- হোম মেইড চিফস - ১২ টাকা।
- কলা - ৫ টাকা
- বন - ৫ টাকা
বিবিধ
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে কলেজের এয়ার চেঞ্জ পরীক্ষায় A+ স্কোর করতে হয়।
- কলেজটিতে ছাত্র ইউনিয়ন রয়েছে।
- শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য কলেজটির নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই।
- কলেজে একটি মাত্র শিফট রয়েছে। এটি মর্নিং শিফট।
- প্রত্যেক পরীক্ষার মূল্যায়ণ পত্র শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের নিকট পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে
বিঃদ্রঃএখানে যা কিছু লিখা আছে তা অনেক পুরোনো আর বেশিরভাগ লেখাই কপিরাইট করা ।
আমরা বিভিন্ন website থেকে কালেক্ট করেছি ।
আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা এই নিয়ে আর কিছু জানতে চান তাহলে নিছে কমেন্ট করুন।
নিত্যনতুন টেকনোলজি রিলেটেড ট্রিকস এবং টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, আমার website এ, ভালো লাগলে গুরে আসতে পারেন Gaintech24.xyz
ধন্যবাদ।
নিত্যনতুন টেকনোলজি রিলেটেড ট্রিকস এবং টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, আমার website এ, ভালো লাগলে গুরে আসতে পারেন Gaintech24.xyz
ধন্যবাদ।
Contact with me on Facebook... Ezaz Ahmed
ভাই আমি HsC তে ২.৮০ পেয়েছি আমি কি অর্নাস এ ভর্তি পরিক্ষা দিতে পারবো
আমি আপনাদের কলেজে অর্নাস এ ভর্তি হতে জাই আমি কি ভর্তিহতেপারবো